গাজীপুরের কাপাসিয়া উপজেলার মিয়ার বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও বাস মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন| বুধবার (২ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের মিয়ার বাজার এলাকায় গাজীপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে কিশোরগঞ্জগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।