পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নিহতদের মধ্যে একজন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার কমান্ডার।
মঙ্গলবার (১ নভেম্বর) অঞ্চলটির পুলওয়ামা ও অনন্তনাগে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনী জানায়, সন্ত্রাসীরা লুকিয়ে আছে এমন খবরের ভিত্তিতে দুই এলাকাতেই অভিযান পরিচালনা করতে গেলে গুলি চালায় অস্ত্রধারীরা। পরে পাল্টা গুলিতে তাদের মৃত্যু হয়।
সন্ত্রাসীরা বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, পাক অধিকৃত জম্মু থেকে ড্রোনের মাধ্যমে কাশ্মীরে অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করা হচ্ছিল, যা নিয়ন্ত্রণ করা হচ্ছে ইউরোপ থেকে। এই চক্রের দুজন সদস্যকে গ্রেফতারও করা হয়েছে বলে দাবি পুলিশের।
জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিংহের অভিযোগ, উপত্যকায় ‘নতুন খেলা’ শুরু করেছে পাকিস্তান। ড্রোনের মাধ্যমে কাশ্মীরে অস্ত্রের পাশাপাশি মাদক পাচার করছে তারা।