শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন

সূর্যকুমারের প্রশংসায় পঞ্চমুখ শোয়েব-মিসবাহ

  • আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৭৩ Time View

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন ভারতের ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। তিন ম্যাচ খেলা যাদব দুটিতে করেছেন ফিফটি। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তো রোববার (৩০ অক্টোবর) একাই ফিনিক্স পাখির মতো লড়াই করেছেন। তার ইনিংসের ওপর ভর করেই লড়াই করার মতো পুঁজি পেয়েছিল ভারত। তবে ম্যাচটি হেরে যায় ম্যান ইন ব্লুরা। তবে ম্যাচ হারলেও সূর্যকুমারের প্রশংসা করেছেন পাকিস্তানের দুই সাবেক খেলোয়াড় শোয়েব মালিক এবং মিসবাহ উল হক।সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) ভারতের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২৫ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন যাদব। ওই ম্যাচে যেখানে শেষ করেছিলেন, গতরাতে সেখান থেকেই শুরু করেন এই ব্যাটার। প্রোটিয়াদের বিরুদ্ধে চাপের মুখে দাঁড়িয়ে ৪০ বলে খেলেন ৬৮ রানের অনবদ্য এক ইনিংস।

ভারত-দক্ষিণ আফ্রিকা হাইভোল্টেজ ম্যাচ নিয়ে কথা বলার সময় যাদবের ব্যাটিং দক্ষতা নিয়ে শোয়েব মালিক মন্তব্য করেন। তিনি বলেন, ‘সূর্যকুমারের শুধু কন্ডিশন ভালোভাবে পড়ার ক্ষমতাই নয় বোলারের মনও পড়তে পারেন। তিনি যে শট খেলেন, যেটি তিনি পিছনে মারেন, তার কৌশলটি এতই ভালো যে সে বল উচ্চতায় না পেলেও সে তা কার্যকর করতে পারে।’

আরও পড়ুন: মাহেলা জয়াবর্ধনের কীর্তি ছুঁলেন বিরাট কোহলি!

এদিকে পাকিস্তান সাবেক অধিনায়ক এবং কোচ মিসবাহ-উল-হকও মেতেছেন সূর্যর বন্দনায়। তিনি বলেন, ‘সূর্যকুমার যাদব বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান। আমি এমন ইনিংস দেখিনি, সে অসাধারণ।’

সুরিয়ার ব্যাটিং দেখে উচ্ছ্বাস প্রকাশ করে যাচ্ছেন ক্রিকেটের খ্যাতিমান তারকারা। বর্তমানে সূর্যকুমার আইসিসির প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে তিনে রয়েছেন। র‍্যাংকিংয়ে তার তিন নম্বর অবস্থানে থাকার কারণটা অবশ্য জানিয়ে দিচ্ছেন চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর