দেশে গত কয়েক বছর থেকে সামগ্রিকভাবে ইলিশ আহরণ বাড়ছে। নদী, সুন্দরবন, অগভীর সমুদ্র ও গভীর সমুদ্র—সব জায়গায়ই বাড়ছিল ইলিশ আহরণ। তবে নদী ও অগভীর সমুদ্রে সেই বৃদ্ধি অব্যাহত থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে গভীর সমুদ্র ও সুন্দরবন অঞ্চলে ইলিশ আহরণ কম হচ্ছে।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৪–১৫ অর্থবছরে গভীর সমুদ্রে ১ হাজার ৮১৫ মেট্রিক টন ইলিশ ধরা পড়েছে, যা তার আগের বছরের তুলনায় নয় ভাগ কম। অবশ্য তার পরের অর্থবছর
গভীর সমুদ্রে দ্বিগুণ ইলিশ ধরা পড়ে। এর পর থেকে প্রতিবছরই গভীর সমুদ্রে ইলিশ ধরা বাড়তে থাকে।
গভীর সমুদ্রে ২০১৮–১৯ অর্থবছরে সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়ে, যার পরিমাণ ১২ হাজার মেট্রিক টনের বেশি। এর পর থেকে আবারও গভীর সমুদ্রে ইলিশ ধরা কমতে শুরু করেছে। ২০১৯–২০ অর্থবছরে ৯ হাজার ৬১৬ মেট্রিক টন এবং ২০২০–২১ অর্থবছরে আরও কমে গভীর সমুদ্রে ধরা পড়েছে ৭ হাজার ৭৮১ মেট্রিক টন ইলিশ।