শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন

আ’লীগ গণতন্ত্রে বিশ্বাসী বলেই বিএনপি আন্দোলন করতে পারছে: প্রধানমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১৩৪ Time View

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপি আজ আন্দোলন করতে পারছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপির যারা খুনের সঙ্গে জড়িত, অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত, জঙ্গিবাদের সঙ্গে জড়িত আছে, তাদের ধরতে হবে। তাদের কোনো ছাড় নেই।

শুক্রবার (২৮ অক্টোবর) গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় স্বাগত বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের ওপর মানুষের আস্থা রয়েছে বলেই তিনবার ভোট দিয়ে নির্বাচিত করেছে, এবারও দেবে। কিন্তু যারা সন্ত্রাসী, খুনি, জনগণের অর্থ লুটপাটকারী, বোমা-গ্রেনেড হামলাকারী ও অর্থপাচারকারী; জনগণ তাদের বিশ্বাস করে না, ভোটও দেবে না।সভায় ২২তম জাতীয় সম্মেলনের জন্য প্রস্তত কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সেই সাথে বলেন, বর্তমান বৈশ্বিক সংকটের কারণে ব্যয় কমাতে হবে। তাই ২২তম জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতায় খরচ কমানোর নির্দেশ দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category