রবিবার, ০৭ জুলাই ২০২৪, ০৯:০১ অপরাহ্ন

আজ বড় পর্দায় ‘দামাল’, টেনশন নয় উচ্ছ্বসিত মিম

  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১২৩ Time View

বিদ্যা সিনহা মিম বলেন, এত কষ্ট করে ছবিটি করেছি দর্শক যেন দেখে। অবশেষে তাদের কাছে পৌঁছাচ্ছে। তাই টেনশন বা চাপের কিছু নেই।

গেল ঈদে মিম ও রাজ জুটি অভিনীত ‘পরাণ’ বাজিমাৎ করেছে। ওই ছবিতে দুর্দান্ত অভিনয় করে মিম দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। ‘পরাণ’ নির্মাতা রায়হান রাফীর ‘দামাল’-এও তিনি দর্শকদের প্রত্যাশা পূরণের ব্যাপারে দৃঢ় আশাবাদী!

মিম বলেন, দামাল’র মধ্যে প্রেম ভালোবাসা মুক্তিযুদ্ধ সবকিছুই আছে। দর্শক সিনেমা হলে গিয়ে যেটা আশা করে সেভাবেই ‘দামাল’ নির্মাণ করা হয়েছে। আমি আশা করবো পরাণ-এর সাফল্যকেও যেন উতরে যায় ‘দামাল’।

তিনি বলেন, ‘এর আগে আমাদের দেশের মুক্তিযুদ্ধ নিয়ে ব্লকবাস্টার হিট ছবি হয়নি। এই ধারণাটা আমরা ভেঙে দিতে চাই। ফরিদুর রেজা সাগর আঙ্কেলের গল্প এবং রাফীর নির্মাণ- সব মিলিয়ে দারুণ কিছু হতে চলেছে। তারা দুজনেই ভালো জানেন যে, দর্শক কী পছন্দ করেন!

বায়োগ্রাফি বা হুবহু গল্প নয়, ইতিহাস থেকে ‘গল্পের রস’ নিয়ে স্বাধীন বাংলা ফুটবল দলকে উৎসর্গ করে ‘দামাল’ নির্মাণ করার কথা বললেন পরিচালক রাফী। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটির মূল গল্প ফরিদুর রেজা সাগরের। এই ছবিতে হাসনা চরিত্রে অভিনয় করছেন মিম। তার বিপরীতে দেখা যাবে শরিফুল রাজকে।

এছাড়া আরও অভিনয় করেছেন সিয়াম, শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনার, পূজা, সামিয়া অথৈ প্রমুখ।

পরিচালকের রায়হান রাফীর আগের ছবি ‘পরাণ’-এর সুপারহিট জুটি বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজ। মুক্তির পর ব্লকবাস্টার হিট হয়েছে লাইভ টেক প্রযোজিত এই ছবিটি। ‘দামাল’-এ রাজের স্ত্রী হাসনার চরিত্রে আছেন মিম। হাসনা গ্রামের মেয়ে, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। সেইসঙ্গে প্রতিবাদী নারী।

মিম বলেন, মুক্তিযুদ্ধ চোখে দেখিনি। বইয়ে পড়েছি। তাই ওই সময়ের চরিত্র ধারণ করাটা একটু কঠিন ছিল। যেহেতু গল্পটি মুক্তিযুদ্ধের সময়কার, তখনকার কস্টিউম, লুক সব কিছু ঠিকঠাক রাখার একটা বিষয় ছিল। প্রথমবার সেটে গিয়ে সেখানকার পরিবেশ দেখে মনে হয়েছে, আমি মুক্তিযুদ্ধের সময়ে আছি।আজ ২২টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘দামাল’। পরিচালক রাফীর কথা, তিনি বেছে বেছে ভালো সিনেমা হলগুলোতে ছবিটি মুক্তি দিচ্ছেন। আশা করছেন, ধীরে ধীরে দর্শক বাড়বে। যেমনটা হয়েছিল তার পোড়ামন ২ এবং পরাণ ছবি দুটির ক্ষেত্রে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category