বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ঝড়ে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ সেবার বাইরে চলে যায়। এরমধ্যে ৭০ ভাগের সরবরাহ মঙ্গলবার বিকালের মধ্যে স্বাভাবিক হবে। বাকিদের সরবরাহ স্বাভাবিক করতে আগামীকাল (বুধবার) দুপুর পর্যন্ত সময় লাগবে।মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এই সময় বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।