চীন থেকে ডেমু ট্রেন কিনতে খরচ করা হয়েছিল ৬০০ কোটি টাকা। এরপর যে কদিন চলেছে, পরিচালনার ব্যয়ই তোলা যায়নি। সাত বছরের মাথায় ডেমুগুলো অচল হয়ে যায়। এখন সেই ডেমু ট্রেনই আবার মেরামতের প্রকল্প নিতে তোড়জোড় শুরু করেছে রেল কর্তৃপক্ষ। তবে অর্থ ব্যয়ে এই ট্রেন মেরামত করে কত দিন চলবে, ডেমু চালিয়ে ব্যয় উঠবে কি না—এসব বিষয়ে এখনো সন্দিহান রেলের নীতিনির্ধারকদের অনেকে।